সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ,ব্যারেজ মেরামতির কাজের জন্য।
বড়জোড়াঃ শনিবার ভোর রাত্রে বিকট এক শব্দে ভেঙে যায় দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেটটি। আর গেট ভাঙার পরই প্রশাসনের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় ব্যারেজের ওপর বাড়তে থাকা ব্যাপক যানজট ও মানুষের ঢল।
দামোদর নদের ভিন্নরূপ দেখতে বড়জোড়া,দুর্গাপুর থেকে শুরু করে জেলার নানান জায়গা থেকে প্রচুর মানুষ ভিড় জমায় দুর্গাপুর ব্যারেজে, আর যার ফলে কার্যতঃ এই করোনা পরিস্থিতিতে মিলন মেলার আকার নেয় দুর্গাপুর ব্যারেজ।
একদিকে যানবাহন আর অন্যদিকে বাড়তে থাকা মানুষের ভিড় এই দুইয়ের ভিড় সামলাতে বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের জেলার প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তাই সোমবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের ওপর সমস্ত যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,এমনকি বাইক চলাচলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত লাঘু করা হয়েছে বাঁকুড়া জেলাশাসক এর তরফ থেকে। প্রয়োজনে সময়সীমা আরো বাড়ানো হতে পারে।
এরই মধ্যে ৩১ নম্বর লকগেটে বালির বস্তা ফেলে রাস্তা তৈরীর কাজ শুরু হয়েছিল তা চলছে এখনও। তবে ৩১ থেকে ৩৪ নম্বর লকগেটের এলাকাটি ঢালু হওয়ায় জলের গতিতে বাঁধ দেওয়া যাচ্ছে না,সেইসঙ্গে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রচুর পাঁক।কারণ স্রোত বন্ধ বা ব্যারেজ পুরোপুরি জলশূন্য না হলে মেরামতির কাজ শুরু করা যাবে না।
স্রোতের গতিপথ ঘোরাতে ৩টি জেসিবি মেশিনের সাহায্যে সেই পাঁক পরিষ্কারের কাজ ও খাল খননের কাজও করা হয়।  সোমবার সকালের মধ্যে এই বালির বস্তা ফেলে লকগেট পর্যন্ত্য পৌঁছোনোর রাস্তা তৈরী হয়ে যাবে এমনটাই আশা করছেন সেচ দফতরের আধিকারিকরা, এবং তার পরেই শুরু হতে পারে মেরামতির কাজ। 




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন