ক্ষতিগ্রস্থ দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট । জলসঙ্কটের আশঙ্কা দুর্গাপুর শিল্পাঞ্চলে।

 বড়জোড়াঃ শুক্রবার রাতে দুর্গাপুর ব্যারেজের লক গেটের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পরে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।  



শুক্রবার রাতে দুর্গাপুর ব্যারেজের লক গেটের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পরে নদের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।রাজ্যের সেচ দফতরের কর্মকর্তাদের মতে, দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লক গেটটি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বিকল হয়ে পড়েছে ,যার ফলে ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল বেরোতে শুরু করে শুক্রবার রাত থেকে।  

সেচ বিভাগের ইঞ্জিনিয়াররা  ঘটনাস্থলে পৌঁছান তবে পরিস্থিতি এখনও তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ব্যারেজটিতে সর্বাধিক দেড় লক্ষ কিউসেক জল ধারন করার ক্ষমতা রয়েছে এবং তা খালি হলেই  শুরু হবে মেরামতের কাজ। ডিভিসি ইতিমধ্যে মাইথন ও  পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া বন্ধ করেছে।   



 ১৯৫৫ সালে দামোদর নদের উপর বারো মিটার উচ্চতা সম্পন্ন ২৯২ মিটার দীর্ঘ দুর্গাপুর ব্যারেজটি নির্মাণ করা হয়েছিল,যার মোট ৩৪ টি গেট রয়েছে। " বর্তমানে এই  ব্যারেজটির মেরামতের কাজ চলছে "।  

এই জলাধার থেকে জল সরবরাহ করা হয় দুর্গাপুর-আসানসোলের বড় বড় শিল্প বেল্টের বিভিন্ন বড় ইউনিটে। এছাড়াও পানীয় জলের সরবরাহ করা হয় দুর্গাপুর সহ বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চলে;ধারণা করা হচ্ছে যে ব্যারাজটি শীঘ্রই শুকিয়ে যেতে পারে ঠিক যেমনটি ২০১৭সালে লকগেট নং -১ এর সাথে হয়েছিলো। এই পরিস্থিতিতে দুই জেলার মানুষ যে জল সঙ্কটে পড়বেন তা বলাই বাহুল্য।    

এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সকাল থেকেই প্রচুর লোকজন ব্যারেজটির চারপাশে ভিড় জমায়। যত তাড়াতাড়ি এই লকগেটটি মেরামত করা সম্ভব ডিভিসি কর্তৃপক্ষ সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
 

  

        

মন্তব্যসমূহ