তিন দিনের অপেক্ষার পর ব্যারেজের লকগেট মেরামতির কাজ শুরু,মিটবে খুব তাড়াতাড়ি জলের সমস্যা বাঁকুড়া সহ দুর্গাপুর শিল্পাঞ্চলে ।

বড়জোড়াঃ ৩১শে অক্টোবর বিপর্যস্ত হয় দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট। এরপর থেকেই লকগেট সারানোর জন্য কাজ শুরু হয় জোরকদমে। ব্যারেজ জলশূন্য করে দেওয়া হয়,পাঞ্চেত ও মাইথন জলাধার থেকেও জল-সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু ব্যারেজ জলশূন্য হলেও বয়ে আসা জলের গতিকে বাঁধ দেওয়াই প্রধান সমস্যার কারন হয়ে দাঁড়ায় ব্যারেজ মেরামতের ।  কারন ৩১ নম্বর লকগেটের এলাকাটি ঢালু ,যার ফলে  বালির বস্তা ফেলে বাঁধ দেওয়া বড় বাধা হয়ে হয়ে দাঁড়িয়েছিলো অনেক পরিশ্রম পর ইঞ্জিনিয়ার ও শ্রমিকেরা মিলে বাঁধ এর জল আটকাতে সক্ষম হয়েছেন। 



 প্রায় ৩ দিনের অপেক্ষার পর দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির কাজ গতকাল রাত থেকে শুরু হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের ধারণা, ২০ থেকে ২৬ ঘন্টার মধ্যেই বাঁধ এর মেরামতির কাজ শেষ করে উঠতে  পারবেন।  লকগেট মেরামতির কাজ যখন প্রায় শেষের মুখে থাকবে, তখন মাইথন থেকে জল ছাড়তে বলা হবে।   



ব্যারেজ  পুনরায় জলপূর্ণ হতে লাগবে আরও ৫ থেকে ৬ ঘন্টা। অনুমান করা হচ্ছে জলের সমস্যা খুব সম্ববত বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালের মধ্যেই মিটে যাবে।        

    

মন্তব্যসমূহ