দুর্গাপুরে "স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে কল্পতরু মেলা" - জেনে নিন কবে ও কোথায়
দুর্গাপুরঃ ডিপিএল টাউনশিপের নিকটবর্তী কল্পতরু মেলা ময়দানে নতুন বছরে অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক মেলা ও মিলন উৎসব।
দুর্গাপুরের মেয়র, শ্রী দিলীপ অগস্তি মহাশয় সংবাদমাদ্ধ্যমে জানান যে, এই বছর সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কল্পতরু মেলা অনুষ্ঠিত হবে। তবে, এর জন্য কি কি পদক্ষেপ গ্রহন করা হবে তা এখনও পরিষ্কার নয়।
কল্পতরু উৎসব হল একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন। ১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন।
বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটীতে (বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখাকেন্দ্র) এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে "ঠাকুরের বিশেষ উৎসব" গুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন।
দুর্গাপুরের কল্পতরু মেলা সম্পর্কে শহরের প্রবীণ বাসিন্দারা জানান , এই উৎসব উপলক্ষে সাধুডাঙার কালিকানন্দ আশ্রমে অতীতে ১ জানুয়ারি থেকে ১০ দিন ধরে শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবীর পুজো হত। মেলাও বসত। সেই মেলায় ক্রমে ভিড় বাড়তে থাকায় এক সময়ে তা সরানো হয় গ্যামন ব্রিজ লাগোয়া মাঠে। ক্রমে ক্রমে মেলার চরিত্রে বদল আসে কৃষিমেলা, শিল্পমেলা, বইমেলা থেকে শুরু করে গৃহস্থালীর সামগ্রী, খাবারের দোকান— সবই যোগ হয় সেখানে।
প্রতিবছর কল্পতরু মেলা শুরু হয় ১লা জানুয়ারী থেকে এবং তা চলে ১০ই জানুয়ারী পর্যন্ত ।নতুন বছরেও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। হাজার হাজার মানুষ, কেবল মাত্র দুর্গাপুর থেকে নয়, অন্ডাল, বাঁকুড়া,বেলিয়াতোড় সহ বড়জোড়ার বিভিন্ন অঞ্চল থেকেও এই মিলন মেলায় ঘুরতে আসেন।
কল্পতরু মেলা দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় মেলা, এলাকার অর্থনীতিতে এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে।নানান স্টল থেকে শুরু করে কৃষিমেলা,বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি সবেরই আয়োজন থাকে এই মেলায়।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন