যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে - মেরামতের কাজ এখনও শুরু হয়নি।
বড়জোড়াঃ গত কাল পয়লা নভেম্বর বাঁকুড়া জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারি করা নোটিশের ভিত্তিতে দোসরা নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
আরো পড়ুনঃ দুর্গাপুর ব্যারেজের খবর
তবে আজ সকালে এই সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে কারণ মেরামতের কাজ এখনও শুরু হয়নি। ৩১ নম্বর লকগেট পর্যন্ত বালির বস্তা ফেলে যে রাস্তা তৈরীর কাজ শুরু হয়েছিল তা এখনো সম্পন্ন হয়ে ওঠেনি। আর এই কারনে দরজার কাছে জলের স্তর এখনও কমেনি।
আসলে ৩১ থেকে ৩৪ নম্বর লকগেটের এলাকাটি ঢালু হওয়ায় জলের গতিকে বাঁধ দেওয়া বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ,যার ফলে মেরামতের কাজ শুরু করা এখনো সম্ভব হয়ে ওঠেনি ।
সংবাদ সূত্রে জানা গেছে, লকগেটটির মেরামতের কাজ শুরু হলেই ব্যারেজে যানবাহন চলাচল বন্ধ রাখার বিধিনিষেধ পুনরায় কার্যকর করা হবে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন