প্রায় ছয়দিন পর দুর্গাপুর ব্যারেজের লক গেট মেরামতের কাজ শেষ হয়েছে। আজ সকাল থেকে পানীয় জলের সরবরাহ হবে স্বাভাবিক ভাবেই।

বড়জোড়াঃ   প্রায় ছয়দিন পর প্রচুর পরিশ্রম ও সংগ্রামের পরে, ৩১ অক্টোবর সকালে বিকল হওয়া দুর্গাপুর ব্যারেজের লক গেট কাল রাতে মেরামতের কাজ শেষ হয়েছে। 

কাল বিকেল থেকেই স্বল্প পরিমাণে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া শুরু করেছে ,মোট ছহাজার কিউসেক জল ছাড়ানো হয়েছে । অনুমান করা হয় যে বৃহস্পতিবার রাত থেকেই দুর্গাপুর ব্যারেজ ভরাট হওয়া শুরু হবে, এবং তেমনটি হয়েছে আজ সকালে দেখা যায় দুর্গাপুর ব্যারেজ জলপূর্ণ।

আরো পড়ুনঃ দুর্গাপুর ব্যারেজের খবর


আজ সকাল থেকে জল ফিডার খালের মাধ্যমে পৌঁছাবে তারপর জল ফিল্টার করা হবে। এরপরই বাঁকুড়া সহ দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকরা।

ব্যারেজ মেরামতি হয়ে যাওয়ার খবরে স্বস্তি পেয়েছেন বাঁকুড়া সহ দুর্গাপুরবাসী। বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, কাল সন্ধ্যা নাগাদ লকগেট মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে। ফলে আজ, শুক্রবার সকাল থেকে আগের মতোই পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি। পাশাপাশি বড়জোড়া ও মেজিয়া শিল্পাঞ্চলের প্রয়োজনীয় জলের চাহিদাও মেটানো সম্ভব হবে।        

     

   

    

     

মন্তব্যসমূহ