দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ, কালীপূজায় বিধি নিষেধ কলকাতা হাইকোর্ট...

কলকাতাঃ কালীপুজোর আর মাত্র কয়েক দিন বাকি থাকায় কলকাতা হাইকোর্ট  ৫ই নভেম্বর সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করেছে। 



কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে চলতি বছরে কালীপুজো, দীপাবলি, কার্তিকপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছট এই গোটা উৎসবের মরশুমে সম্পূর্ণভাবে  পটকাবাজি বিক্রি ও ফাটানোর উপর সারা রাজ্য জুড়ে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। 

আরো পড়ুনঃদুর্গাপুর ব্যারেজের খবর

বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কোভিড পরিস্থিতিতে করোনা রোগী ও শ্বাসকষ্টের রোগীদের কথা ভেবে উৎসবের মরশুমে বায়ুদূষণ, শব্দদূষণ করে এমন সমস্ত বাজি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন অনুসূয়া ভট্টাচার্য। এদিন সেই মামলারই শুনানি ছিল।এই নির্দেশ ঠিকঠাকভাবে মানা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্যের পুলিশের ওপর দিয়েছে আদালত।

 দুর্গাপূজার মতো কালীপূজাতেও পূজা প্যান্ডেলগুলিতে প্রবেশে বাধানিষেধ কার্যকরী থাকবে।   

 

মন্তব্যসমূহ